জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- আপডেট সময় ০৪:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৮৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে র্্যাালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২ অক্টোবর সকালে জেলা প্রশাসকের অফিস থেকে র্যালী বের হয়ে প্রেসক্লাব চত্বর হয়ে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)আসিফ মহিউদ্দীন,পিপিএ,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, জেলা বিএনপি নেতা মোঃ ফখরুল ইসলাম,বিআরটি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান,পুলিশ পরিদর্শক কামরুল হাসান,জেলা হেফাজতের নেতা জামিল আহমদ কাসেম প্রমুখ।
র্্যাালী ও আলোচনা সভায়,বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এ সময় দুর্ঘটনায় নিহত,আহত ৬ জনকে ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।


















