ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা জামায়াতের বিক্ষোভ জাতীয় রাজনীতি ঘোলাটে করার চেষ্টা চলছে”— এম নাসের রহমান মৌলভীবাজার জুলাই শহীদ দিবস পালন স্ত্রীর মৃ/ত্যু/র খবর শুনে কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামীও মৃ/ত্যু সুদের টাকার লেনদেন নিয়ে ময়ুর মিয়া হ/ত্যা রহস্য উদঘাটন আলামতসহ মূল আসামী গ্রে/ফ/তা/র কোটচাঁদপুরে জুলাই শহীদ দিবস পালিত মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে বি ক্ষো ভ মিছিল গ্রেনেড হামলা: তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় রাজনীতি ঘোলাটে করার চেষ্টা চলছে”— এম নাসের রহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১১৮ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, দেশের জাতীয় রাজনীতি দিন দিন স্পষ্ট হওয়ার পরিবর্তে আরও ঘোলাটে হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দল এই ঘোলাটে পরিস্থিতি তৈরি করছে, যার মূল উদ্দেশ্য হলো— আসন্ন নির্বাচনে নিজেদের নিশ্চিত পরাজয় ঠেকাতে বিএনপিকে অপপ্রচারের মাধ্যমে দুর্বল করা।

সোমবার রাতে স্কটল্যান্ডের এডিনবরায় দি প্যালেস অভিজাত হোটেলে স্কটল্যান্ড বিএনপি ও মৌলভীবাজারবাসীর আয়োজিত মৌলভীবাজার জেলার বসবাসরত বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্কটল্যান্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোহিত খান বাদশার সভাপতিত্বে ও স্কটল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্কটল্যান্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মিয়া লিটন, সাবেক সহ সভাপতি তাজুল ইসলাম নান্না,মোছাব্বির মিয়া, সাংগঠনিক সম্পাদক মনোয়ার পারভেজ জুয়েল, বিএনপি নেতা লেবাছ মিয়া,মামুনুর রশিদ মামুন,সাদিকুর রহমান সাদিক,সোলাইমান মিয়া, মো:সানি,হারুন মিয়া,মাসুম মিয়া,নাহিদ আহমেদ, শাহান আহমেদ, জায়েদ আহমেদ, শামীম আহমেদ প্রমূখ।
নাসের রহমান বলেন, “ওই দলটি জানে, নির্বাচন হলে তারা কতগুলো আসন পাবে— সেটা জনগণসহ আমরা সবাই জানি। তাই তারা এখন ফেসবুক কেন্দ্রিক অপপ্রচারে মেতে উঠেছে। বিএনপির বিরুদ্ধে মিথ্যা, গালাগালি ও কুৎসা ছড়িয়ে সামাজিক মাধ্যমে বিএনপিকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো যথেষ্ট প্রতিপক্ষ দেখা যায় না।”

তিনি আরও বলেন “ওই ইসলামি দলের বাস্তব ভোট ব্যাংক ১০ থেকে ১৫ শতাংশের বেশি নয়। একটি ক্ষুদ্র অংশ নিয়ে তাদের অতিরিক্ত চাহিদা জনগণের কাছেও প্রশ্নবিদ্ধ। তাদের নেতারা একই বিষয়ে তিনরকম বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। এখন তাদের আচরণ দেখে মনে হয়, যেন তারা দেশের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।”

‘ইন্টারিম সরকারের হাতে তিনটি মূল দায়িত্ব’

নাসের রহমান বলেন, বর্তমান ইন্টারিম সরকারকে শুধু নির্বাচন আয়োজন নয়, বরং আরও দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে— রাজনৈতিক সংস্কার (Reforms), গণহত্যার বিচার।

তিনি দাবি করেন, “ জুলাই আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত চৌদ্দশত মানুষের হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা সরাসরি দায়ী। এই হত্যাকাণ্ডের অডিও নির্দেশনা বিবিসি ইতোমধ্যে যাচাই করেছে এবং সত্যতা পেয়েছে। তৎকালীন আইজিপি এখন এই ঘটনার সাক্ষী হয়েছেন।”

তার মতে,“দেশবাসীর প্রত্যাশা, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার প্রথম মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হবে। এটা এখন সময়ের দাবি। রিফর্মস ইতিমধ্যেই এক্সিকিউটিভ আদেশে বাস্তবায়নের পথে।”

‘বিএনপিকে ঠেকাতে চরমোনাই পীরকে ব্যবহার’

নাসের রহমান অভিযোগ করেন, ইসলামি দলগুলোর মধ্যে একটি কৌশলী গোষ্ঠী চরমোনাই পীরকে সামনে রেখে বিএনপিকে উদ্দেশ্য করে লাগাতার কটূক্তি করে চলেছে। “মূল ইসলামি দলটি সরাসরি বিএনপির বিরুদ্ধে না গিয়ে চরমোনাইয়ের পীরকে দিয়ে কথা বলিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে,”— বলেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় রাজনীতি ঘোলাটে করার চেষ্টা চলছে”— এম নাসের রহমান

আপডেট সময় ০২:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, দেশের জাতীয় রাজনীতি দিন দিন স্পষ্ট হওয়ার পরিবর্তে আরও ঘোলাটে হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দল এই ঘোলাটে পরিস্থিতি তৈরি করছে, যার মূল উদ্দেশ্য হলো— আসন্ন নির্বাচনে নিজেদের নিশ্চিত পরাজয় ঠেকাতে বিএনপিকে অপপ্রচারের মাধ্যমে দুর্বল করা।

সোমবার রাতে স্কটল্যান্ডের এডিনবরায় দি প্যালেস অভিজাত হোটেলে স্কটল্যান্ড বিএনপি ও মৌলভীবাজারবাসীর আয়োজিত মৌলভীবাজার জেলার বসবাসরত বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্কটল্যান্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোহিত খান বাদশার সভাপতিত্বে ও স্কটল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্কটল্যান্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মিয়া লিটন, সাবেক সহ সভাপতি তাজুল ইসলাম নান্না,মোছাব্বির মিয়া, সাংগঠনিক সম্পাদক মনোয়ার পারভেজ জুয়েল, বিএনপি নেতা লেবাছ মিয়া,মামুনুর রশিদ মামুন,সাদিকুর রহমান সাদিক,সোলাইমান মিয়া, মো:সানি,হারুন মিয়া,মাসুম মিয়া,নাহিদ আহমেদ, শাহান আহমেদ, জায়েদ আহমেদ, শামীম আহমেদ প্রমূখ।
নাসের রহমান বলেন, “ওই দলটি জানে, নির্বাচন হলে তারা কতগুলো আসন পাবে— সেটা জনগণসহ আমরা সবাই জানি। তাই তারা এখন ফেসবুক কেন্দ্রিক অপপ্রচারে মেতে উঠেছে। বিএনপির বিরুদ্ধে মিথ্যা, গালাগালি ও কুৎসা ছড়িয়ে সামাজিক মাধ্যমে বিএনপিকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো যথেষ্ট প্রতিপক্ষ দেখা যায় না।”

তিনি আরও বলেন “ওই ইসলামি দলের বাস্তব ভোট ব্যাংক ১০ থেকে ১৫ শতাংশের বেশি নয়। একটি ক্ষুদ্র অংশ নিয়ে তাদের অতিরিক্ত চাহিদা জনগণের কাছেও প্রশ্নবিদ্ধ। তাদের নেতারা একই বিষয়ে তিনরকম বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। এখন তাদের আচরণ দেখে মনে হয়, যেন তারা দেশের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।”

‘ইন্টারিম সরকারের হাতে তিনটি মূল দায়িত্ব’

নাসের রহমান বলেন, বর্তমান ইন্টারিম সরকারকে শুধু নির্বাচন আয়োজন নয়, বরং আরও দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে— রাজনৈতিক সংস্কার (Reforms), গণহত্যার বিচার।

তিনি দাবি করেন, “ জুলাই আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত চৌদ্দশত মানুষের হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা সরাসরি দায়ী। এই হত্যাকাণ্ডের অডিও নির্দেশনা বিবিসি ইতোমধ্যে যাচাই করেছে এবং সত্যতা পেয়েছে। তৎকালীন আইজিপি এখন এই ঘটনার সাক্ষী হয়েছেন।”

তার মতে,“দেশবাসীর প্রত্যাশা, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার প্রথম মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হবে। এটা এখন সময়ের দাবি। রিফর্মস ইতিমধ্যেই এক্সিকিউটিভ আদেশে বাস্তবায়নের পথে।”

‘বিএনপিকে ঠেকাতে চরমোনাই পীরকে ব্যবহার’

নাসের রহমান অভিযোগ করেন, ইসলামি দলগুলোর মধ্যে একটি কৌশলী গোষ্ঠী চরমোনাই পীরকে সামনে রেখে বিএনপিকে উদ্দেশ্য করে লাগাতার কটূক্তি করে চলেছে। “মূল ইসলামি দলটি সরাসরি বিএনপির বিরুদ্ধে না গিয়ে চরমোনাইয়ের পীরকে দিয়ে কথা বলিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে,”— বলেন তিনি।