জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:১৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ৪৯৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে মৌলভীবাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকালে জেলা প্রশাসেনর আয়োজন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোক দিবসের উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত পুলিশ সুপার নাসের মোহাম্মদ রিক আবদার,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন,পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ।
সভায় জাতির পিতার শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী গৃহিত হয়।
প্রস্তুতি সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)