জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার উদ্দ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৫:১০:২১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ৩৯৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহিদদের স্মরণে জাতীয় শোক দিবসের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে শনিবার ৫ আগষ্ট রাতে শহরের পানসী রেস্টুরেন্টে এর হল রুমে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যেগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নির্মল কান্তি দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল জলিল শাহীন এর সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সহঃ সভাপতি এডভোকেট মীজা ছায়েফ উদ্দিন বেগ, সহ: সভাপতি জসিম উদ্দিন, সহঃ সভাপতি লক্ষী কান্ত দেব, সাংগঠনিক সম্পাদক কপিল দেব, সহ: সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিলাদ আলী, দপ্তর সম্পাদক এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস, প্রচার প্রকাশনা সম্পাদক বিষ্ণু পদ দেব, সহ: আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অমিতাভ ঘোষ,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল হক,যুব ক্রীড়া সম্পাদক অসিত রঞ্জন দত্ত, সমাজসেবা বিষয়ক সম্পাদক বিকাশ দেব সুমন,সদস্য বাবুল মিয়া,শামীম মিয়াসহ মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।