ব্রেকিং নিউজ
জুড়ীতে চার প্রতিষ্টানকে ১৮ হাজার টাকা জরিমানা
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ২৯৭ বার পড়া হয়েছে
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্টানকে ভোক্তা অধিকার আইনে (মেয়াদ উত্তীর্ণ মাল রাখা, পণ্যের গায়ে মেয়াদ লেখা না থাকা ও মূল্য তালিকা না থাকা) ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার(১৬ এপ্রিল) দুপুরে জুড়ী থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জিত চন্দ্র দে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় হাবিব এন্টারপ্রাইজকে ৬০০০, আব্দুল মালিক স্টোরকে ২৫০০ ও সোনালী স্টোরকে ২৫০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ব্রাদার্স এন্টারপ্রাইজকে ৭০০০ টাকাসহ ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ট্যাগস :