ব্রেকিং নিউজ
জুড়ীতে প্রতারণায় মামলায় ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৪৫৭ বার পড়া হয়েছে
জুড়ী প্রতিনিধি: প্রতারণা মামলায় মৌলভীবাজারের জুড়ী কামিনীগন্জ বাজারের বাহার উদ্দিন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বাহার উদ্দিন উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামের রুহুল আমিনের পুত্র।
জানা গেছে, বাহার উদ্দিনের বিরুদ্ধে সি আর ১০০৭/২২ ইং ধারা ৪২০/৪০৬/৫২০ দন্ডবিধি আইনে গাজীপুরের একটি প্রতারণা মামলার ওয়ারেন্ট ছিল । মঙ্গলবার (৯মে) রাতে জুড়ী থানার এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম জুড়ী শহর থেকে বাহার উদ্দিনকে গ্রেফতার করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ব্যবসায়ী বাহার উদ্দিনের বিরুদ্ধে গাজীপুর জেলার টাকা আত্মসাতের একটি প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ব?আজ মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :