জুড়ীতে লতিফিয়া কারী সোসাইটির কাউন্সিল সম্পন্ন

- আপডেট সময় ১১:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি- মৌলভীবাজারের জুড়ী উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে মাওলানা তাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা ময়নুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ ঘটিকার সময় জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা হলরুমে লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা জিল্লুর রহমান, অফিস সম্পাদক, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,
বড়লেখা উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আমানুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা রুবেল আহমদ।
উক্ত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতভাবে উপস্থিত ভোটাররা ব্যালটের মাধ্যমে জালালপুর দাখিল মাদ্রাসার সুপার কারী মাওলানা তাজ উদ্দিন কে সভাপতি ও মাওলানা কাজী মঈনুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন,সহ সভাপতি -মাওলানা গোলাম মোস্তফা,সহ সাধারণ সম্পাদক – এইচ এম জামাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক – হাফিজ রিয়াজ উদ্দিন ময়না, কোষাধ্যক্ষ – এম এ মকসুদ জুনেদ,অফিস সম্পাদক – নজরুল ইসলাম খামিছ, প্রচার সম্পাদক – আইনুদ্দীন আলী, সদস্য – হাফিজ আব্দুল কুদ্দুস, হুছাম উদ্দিন মাছুম,হাফিজ নাজিম উদ্দিন, মুমিনুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দিন, আব্দুল আজিজ রিমন।
