জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ ও সামাজিক সম্প্রীতি সভা
- আপডেট সময় ০৩:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ২৯৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
রোববার(১১ ই সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদে এ খাবার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
এ সময় উপস্হিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল গফ্ফার,জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আজাদ মিয়া, জাকির হোসেন মনির,মহিলা সদস্য রোসনা বেগম, ইউপি সচিব রন্ঞ্জন রায় প্রমূখ। প্রতি প্যাকেটে রয়েছে চাউল ১০ কেজি, লবণ ১ কেজি, তৈল ১ লিটার,ডাল ১ কেজি, চিনি ১ কেজি,মরিচ ২৫০ গ্রাম, হলুদ ২৫০ গ্রাম। অত্র ইউনিয়ন পরিষদের জনসাধারণের মাঝে বন্যায় ভুক্তভোগী ২০০ জনকে এ ত্রাণ সামগ্রী দেয়া হবে।
এর পুর্বে সদ্য গঠিত জায়ফরনগর ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির এক সভা ইউপি চেয়ারম্যান ও কমিটির সভাপতি হাজী মাছুম রেজার সভাপতিত্বে ইউপি সচিব ও কমিটির সদস্য সচিব রন্ঞ্জন রায় এর পরিচালনায় অনুষ্টিত হয়। সভায় উপস্হিত ছিলেন কমিটির অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ,হযরত শাহ খাকী ( রঃ) আলিম মাদ্রাসার সুপার মাওঃ ইয়াকুব আলী জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, প্রধান শিক্ষক, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতিহাজী কামাল উদ্দিন, ,ইউপি সদস্যবৃন্দ, জাঙ্গিরাই কালীকাল ভৈরব ও শীতলা বাড়ির সভাপতি তাপস কান্তি দেব প্রমুখ।
বক্তারা সামাজিক সম্পীতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।