জুড়ীতে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের অর্থায়নে ৫টি দোকান উদ্বোধন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০২:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ৪০৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
সিরাজুল ইসলাম: আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতলী এর সহযোগিতায় মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে ৩ টি ও জায়ফনগর ইউনিয়নে ১ টি পুর্ব জুড়ী ইউনিয়নে ১ টি মোট ৫ টি দোকান কার্যক্রম ।
বুধবার(১২ ই অক্টোবর) এক দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়। জায়ফরনগর ইউনিয়নের দোকান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ আলী লুজু,বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়ার ঢাকা মহানগর শাখার সাবেক দায়িত্বশীল সাইখুল ইসলাম, জুড়ী শহর আল ইসলাহ’র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ।
উপার্জনের মাধ্যম হিসাবে মালামাল সহ দোকান পেয়ে বড় ছাহেব আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী, মুসলিম হ্যান্ডস ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগিরা।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)