জুড়ীতে সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় ০২:২৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ৩২৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি- মৌলভীবাজার জেলা অটো টেম্পু বেবি মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন,রেজি নং-২৩৫৯ এর অন্তর্ভুক্ত জুড়ী উপজেলার ফুলতলা ইউনিটের নির্বাচন সুষ্টভাবে শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফুলতলা বাজারে বহুল আকাংকিত এ নির্বাচনে শ্রমিকরা অনেক বাঁধা বিপত্তি উপেক্ষা করে ব্যলটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচিত করেছে।
কোনো ধরণের বিশৃঙ্খলা ছাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ ও জুড়ী থানার একদল পুলিশের উপস্হিতিতে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়।
প্রিজাইডিং অফিসার ভৈরববাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছূদ্দিন আহমদ বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে এলাইছ মিয়া চেয়ার প্রতিকে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নিকটতম প্রার্থী মোঃ বকুল মিয়া ছাতা প্রতিকে পেয়েছেন ৬০ ভোট।
সহ সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে আব্দুল কালাম বাইসাইকেল প্রতিকে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী লিয়াকত উল্লা চাকা প্রতিকে ৪৪ ভোট এবং অপর প্রার্থী মখলিছুর রহমান কুটি ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে মোঃ সিজিল মিয়া মোটর সাইকেল প্রতিকে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মোঃ জয়নাল মিয়া মোরগ প্রতিকে পেয়েছেন ৫৭ ভোট।
সহ সাধারন সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে মোঃ সেফুল মিয়া হরিণ প্রতিকে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী রাজু আহমদ সুমন চশমা প্রতিকে পেয়েছেন ৫৩ ভোট।
সহ সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে জহিরুল ইসলাম ময়ুর প্রতিকে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ মতিন মিয়া হাতপাখা প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট।অর্থ সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে সুমন আহমদ মিনার প্রতিকে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৪ ভোট।প্রচার সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে সাইফুর রহমান সিএনজি প্রতিকে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শিবলু মিয়া মাইক প্রতিকে পেয়েছেন ৪৭ ভোট।সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে আব্দুল হাছিব আপেল প্রতিকে ৭৪ ভোট পেয়ে প্রথম,আমির হোসেন পান্জাবী প্রতিকে ৬৭ ভোট পেয়ে দ্বিতীয়, আশিদ আলী বালতি প্রতিকে ৬২ ভোট তৃতীয় হয়েছেন।তাদের নিকটতম প্রার্থী আং কাসিম কবুতর প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট,কামরুল ইসলাম সুর্য প্রতিকে পেয়েছেন ৪৫ ভোট।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে ইমরান আহমদ,দপ্তর সম্পাদক পদে জাবেদ মিয়া,লাইন সম্পাদক আবুদ্দিন আহমদ।
১৩ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি ঘোষণার সময় উপস্হিত শ্রমিকদের উদ্দেশ্যে ফুলতলা ইউনিয়ন আওয়মীলীগের যুগ্ম আহবায়ক মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে স্হানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফুলতলা ইউ পি চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম
উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি ও সদ্য গঠিত উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার আহমদ কামাল অহিদ,সহকারি কমিশনার ও রতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, ফুলতলা বাজার বনিক সমিতির সভাপতি বেলাল হুসাইন ও যুবলীগনেতা আব্দুল বাছিত ছায়াদ ও ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় এর ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য লিজন আহমেদ, সিএনজি শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বহুল আকাংকিত এই ফুলতলা ইউনিটের নির্বাচন নিয়ে অনেক বানচাল করা হয়েছে।সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়ে আজ একটি সুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জুড়ী বড়লেখার মাটি ও মানুষের নেতা মাননীয় পরিবেশ মন্ত্রী মহোদয়ের নির্দেশে আজ সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে।মন্ত্রী মহোদয় নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করায় বক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আপনার মতো নেতার বিকল্প জুড়ী বড়লেখায় আর কেউ নেই।আপনি জুড়ীবাসীর মনে আজীবন স্বরণীয় হয়ে থাকবেন।
বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক তদারকিতে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় জুড়ী থানার অফিসার ইনচার্জ কে ধন্যবাদ জানান।