টাইফয়েড টিকা নিরাপদ ও হালাল: গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

- আপডেট সময় ১২:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ২ বার পড়া হয়েছে

মাওলানা বশির আহমদঃ দেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হলেও অনেক অভিভাবক এখনো সন্তানদের টিকা দিতে অনিচ্ছুক। কোথাও কোথাও দেখা যাচ্ছে, অভিভাবকদের নিষেধে শিক্ষার্থীরা টিকা নিতে রেজিস্ট্রেশন করছে না। কেউ কেউ মনে করছেন, এই টিকা ভবিষ্যতে মেয়েদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার কেউ ধারণা করছেন, করোনা টিকার মতো এতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
এইসব বিভ্রান্তি দূর করতে ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানিয়েছে, টাইফয়েড ভ্যাকসিন সম্পূর্ণ হালাল ও শরীয়তসম্মত। ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, “এই টিকার কোনো উপাদান ইসলামী শরীয়তের পরিপন্থী নয়; বরং এটি মানবকল্যাণমূলক ও জীবনরক্ষাকারী উদ্যোগ।”
বিশেষজ্ঞদের মতে, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা বিশেষত শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। শিশুদের ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সরকার এ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে।
জনস্বাস্থ্য কর্মকর্তারা, শিক্ষক ও স্থানীয় প্রশাসন সবাইকে অনুরোধ করেছেন— গুজবে কান না দিয়ে সন্তানদের টিকা দিতে এগিয়ে আসুন। এটি শুধু ব্যক্তিগত সুরক্ষা নয়, বরং সমগ্র সমাজকে রোগমুক্ত রাখার একটি সম্মিলিত প্রচেষ্টা।
