ট্রাফিক সার্জেন্টের বাসায় দুর্ধর্ষ চুরি

- আপডেট সময় ০৪:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭৫৬ বার পড়া হয়েছে

ট্রাফিক সার্জেন্টের বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তার বাসা থেকে ৯ ভরি স্বর্ণের গহনা ও নগদ এক লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
সিলেট নগরীর চৌকিদেখী বাঁশবাড়ী এলাকার ২৪৩ নম্বর বাসায় গ্রিল কেটে এ চুরির ঘটনা ঘটেছে।
সিলেট ট্রাফিক বিভাগের সার্জেন্ট নুরুল হুদা জানান গত ২৩ ফেব্রুয়ারি সপরিবারে তিনি গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যান। শনিবার দিবাগত রাতে বাসায় ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে তিনি পিছন দিকে গিয়ে দেখতে পান, বাসার জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে ঢোকে। চোরেরা আলমিরা ভেঙ্গে সাড়ে ৯ ভরি স্বর্ণ ও এক লক্ষ নগদ টাকা নিয়ে যায়।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে । আটকের বিষয়টি নিশ্চিত করেন আম্বরখানা ফাঁড়ির এসআই মফিজ উদ্দিন
