ব্রেকিং নিউজ
ট্রেনের ছাদ থেকে পড়ে পথশিশুর প্রাণ সংকটাপন্ন

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ৪৩১ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয়ের (১২) এক পথশিশু আহত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার লংলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ তিনি জানান, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া থেকে ছেড়ে দুপুরে লংলা স্টেশনে ঢোকার সময় অজ্ঞাতপরিচয়ের এক পথশিশু ছাদ থেকে পড়ে যায়। এতে ওই পথশিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

ট্যাগস :