তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৩:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ৩৩৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার॥ তথ্য অধিকার আইন সহজলভ্য করার লক্ষ্যে মৌলভীবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ২২ জুন মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. উর্মি বিনতে সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ প্রশাসনিক সংস্কার বিভাগের যুগ্ন সচিব মোসা: সুরাইয়া বেগম।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীমা আফরোজ মারলিজ এর পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মন্ত্রিপরিষদ প্রশাসনিক সংস্কার বিভাগের উপ সচিব মোহাম্মদ আসাদুল হক।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: শাহীনা আক্তার।
প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় ২০০৮ সালের তথ্য অধিকার অধ্যাদেশ এবং ২০০৯ সালের তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মানুষ সহজ পদ্ধতিতে তথ্য পাওয়ার এবং কর্মকর্তাদের তথ্য প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রিপরিষদ প্রশাসনিক সংস্কার বিভাগের উপ সচিব আসাদুল হক।
জেলা পর্যায়ে তথ্য প্রদানকারী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।