ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
স্বৈরাচার হাসিনা সরকার মানুষের অধিকার এতোটাই হরণ করেছিল যে ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে পর্যন্ত দেয়নি – এম নাসের রহমান খেলার মাঠ থেকে মসজিদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না, যেখানে দলীয় করণ ছিল না – জিকে গউস বিএনপি এখন বাংলাদেশের বড় রাজনৈতিক শক্তি,তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই – এম নাসের রহমান মৌলভীবাজারে পঞ্চকবি’র সাংস্কৃ‌তিক আয়োজন শনিবার মৌলভীবাজারে প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা কুলাউড়ায় সরকারি জমি উদ্ধার গ্রে ফ তা র হতে নিজেই আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির শ্রীমঙ্গল অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক- ৪ মৌলভীবাজার পৌর শাখার ৪ নং ওয়ার্ড এর কমিটি গঠন রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান

তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে কথা বললেন তাঁর শ্যালিকা রাইসা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ২৯৫ বার পড়া হয়েছে

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে এবার কথা বললেন তাঁর শ্যালিকা রাইসা আল রোজা। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করে বললেন, তাঁদের বিয়ের খবর। তবে কবে ও কখন বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, সে ব্যাপারে কথা বলতে চাননি তিনি। কথা বলতে গিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন রাইসা।

রাইসা জানান, তিনি ও রামিসা আল রিসা দুজন যমজ। গত বছর তাঁর বিয়ে হয়েছে। আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রিসার। একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রথমে প্রকাশ্যে আসে। সেখান রাইসাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয়—দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বুলিংয়ের শিকারও হতে হয়েছে রাইসাকে।

রাইসা বলেন, ‘দেখুন, আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না। আমাকে টিকটকে দেখেছে, এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোট করি। কিন্তু ২০২৩ বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না। আমার পরিবার, স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে। এরপরও এমন বুলিং কাম্য নয়।

যে-সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব করা হয়েছে, সেসবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন রাইসা। তাঁর কথায়, ‘পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক। কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গত বুধবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের একাধিক স্থিরচিত্র দেখা যায়। শুরুতে প্রকাশ পায়, রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। তবে একদিন না যেতেই দেখা দেয় আফ্রিদির বউ বিভ্রাট। জানা গেছে, তাঁর বউ রাইসা নন, রিসাকে বিয়ে করেছেন; সম্পর্কে রাইসা আর রিসা যমজ বোন। তাঁদের বাবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোহেল আল-মাসুম। তিনি ২০১৫ সালে প্রয়াত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে কথা বললেন তাঁর শ্যালিকা রাইসা

আপডেট সময় ০৯:১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে এবার কথা বললেন তাঁর শ্যালিকা রাইসা আল রোজা। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করে বললেন, তাঁদের বিয়ের খবর। তবে কবে ও কখন বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, সে ব্যাপারে কথা বলতে চাননি তিনি। কথা বলতে গিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন রাইসা।

রাইসা জানান, তিনি ও রামিসা আল রিসা দুজন যমজ। গত বছর তাঁর বিয়ে হয়েছে। আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রিসার। একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রথমে প্রকাশ্যে আসে। সেখান রাইসাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয়—দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বুলিংয়ের শিকারও হতে হয়েছে রাইসাকে।

রাইসা বলেন, ‘দেখুন, আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না। আমাকে টিকটকে দেখেছে, এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোট করি। কিন্তু ২০২৩ বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না। আমার পরিবার, স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে। এরপরও এমন বুলিং কাম্য নয়।

যে-সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব করা হয়েছে, সেসবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন রাইসা। তাঁর কথায়, ‘পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক। কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গত বুধবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের একাধিক স্থিরচিত্র দেখা যায়। শুরুতে প্রকাশ পায়, রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। তবে একদিন না যেতেই দেখা দেয় আফ্রিদির বউ বিভ্রাট। জানা গেছে, তাঁর বউ রাইসা নন, রিসাকে বিয়ে করেছেন; সম্পর্কে রাইসা আর রিসা যমজ বোন। তাঁদের বাবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোহেল আল-মাসুম। তিনি ২০১৫ সালে প্রয়াত হয়েছেন।