থানা হেফাজতে থাকা সেই বাক প্রতিবন্ধি মেয়েটি খুঁজে পেল স্বজন
- আপডেট সময় ১০:৪৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ৮৬১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার মডেল থানা হেফাজতে থাকা বাক প্রতিবন্ধি সেই কিশোরী তার মা-বাবাকে খুঁজে পেয়েছে।
রোববার (২ এপ্রিল) দুপুরে কিশোরীকে তার মা-বাবার কাছে বুঝে দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মোঃ মশিউর রহমান। এ সময় হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে মা-বাবা ও সন্তানের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মৌলভীবাজার বাক প্রতিবন্ধি একটি মেয়ে পাওয়া গেছে শিরোনামে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমে প্রতিবেদন প্রকাশের পর মেয়েটির অবস্থান জানতে পারেন স্বজনরা।
মেয়েটির নাম সুমা আক্তার সে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের কামাল মিয়ার মেয়ে।
মেয়ের বাবা কামাল মিয়া জানান, সুমা গতকাল শনিবার ইফতারের সময় রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাকে খুঁজাখুঁজি শুরু করলে পাওয়া যাচ্ছিল না। আজ মৌলভীবাজার২৪ ডট কমকে সংবাদ দেখতে পেয়ে আমাকে কয়েকজন মডেল থানায় যোগাযোগ করতে বলে পড়ে আমি আমার মেয়েকে থানা থেকে নিয়ে আসি।
উল্লেখ্য শনিবার (১ এপ্রিল) রাতে কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আহমদ বাক প্রতিবন্ধি মেয়েটিকে রাস্তায় পেয়ে পুলিশকে খবর দেন। মেয়েটি বাক প্রতিবন্ধি হওয়ায় থানা পুলিশ জিজ্ঞাসাবাদে সে কিছুই বলতে পারছিল না।