থানার ভ্যান্টিলেটর ভেঙে পালানো রাসু গ্রেপ্তার
- আপডেট সময় ০৮:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ৯০৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: থানা হাজতের ভ্যান্টিলেটর ভেঙে পালানো আসামি রাসেল আহমদ রাসুকে (২৭) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, চুরির মামলার আসামি রাসেল আহমদ রাসুকে (২৬) গ্রেপ্তার করে জকিগঞ্জ থানাহাজতে রাখলে বুধবার (৬ ডিসেম্বর) সকালে তিনি হাজতের ভ্যান্টিলেটর দিয়ে কৌশলে পালিয়ে যান।
এ ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ক্রাইম এন্ড অবস) শেখ মো. সেলিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়।
এদিকে, ঘটনার পর রাসুকে ধরতে যৌথভাবে অভিযান চালায় জকিগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। অবশেষে বৃহস্পতিবার দুপুরে পলাতক আসামি রাসেল আহমেদ রাসুকে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পরবর্তী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।




















