থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৪:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

থার্স্ট ফর নলেজ (TFK) মৌলভীবাজার জেলার উদ্যোগে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান গত ২৯ জানুয়ারি মামারবাড়ী রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন TFK-এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব বকশী মামুনুর রহমান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে Thirst For Knowledge গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন TFK-এর ফাউন্ডার মেম্বার জনাব বকশী আজমল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাবিদুর রহমান, মাস্টার মোস্তাক আহমদ শাহীন, মাস্টার গোলাম মুর্শেদ, সমাজসেবক সাইফুল ইসলাম জুনেদ, আশিকুল ইসলাম কাশেম, হোসাইন আহমদ, শাওন আহমদসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক উন্নয়ন ও জ্ঞানচর্চায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


















