দেশকে ভালোবেসে মানুষকে সেবা দিতে সকল নারীকে এগিয়ে আসার আহবান…সাবেক সংসদ সাফিয়া
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০১:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ২৮৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বলেন, দেশকে ভালোবেসে মানুষকে সেবা দিতে সকল নারীকে এগিয়ে আসার আহবান জানান।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহীদ আইভি রহমান হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সাংসদ ও প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভীবাজার মহিলা আওয়ামী লীগ সৈয়দা জোহরা আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি নাসিমা ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন, সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া বেগম ইভা, সহ-প্রচার সম্পাদক মেহের নিগার হোসেন তন্ময়, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাহমিনা খানম, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সীমা করিম, সমবায় সম্পাদক দিলারা মোস্তফা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়ম বিনতে হোসাইন খেয়া, সদস্য সাহানাজ হাবিব, কনা জব্বার, বেবী বড়ুয়া, হাবিবা ইসলাম হেপী, ফেরদৌসি খানম ইলি, সাকিনা খাতুন পারুল, সিলেট মহিলা আওয়ামী লীগের সভাপতি আছমা কামরান প্রমুখ।
প্রধান অতিথি আরোও বলেন, ‘সংগঠন তৈরি করেছেন বঙ্গবন্ধু। নারীদের উন্নয়ন করেছেন বঙ্গবন্ধু। তারপর তার কন্যা আপনাদের দাবী আদায়ের জন্য, আপনাদের স্বাধীনতার জন্য অর্থনৈতিক মুক্তির জন্য যিনি কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। যিনি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা।
এসময় বক্তারা আরও বলেন, ‘নারীরা এখন আর পিছিয়ে নেই। সব জায়গায় এখন তাঁরা নেতৃত্ব দিচ্ছেন। সেই ব্যবস্থা করে দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)