কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০১:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৪৫৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই শাহ আলম, এএসআই তাজুল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বরমচাল ফুলেরতল বাজারে ডাকাতির প্রস্তুতিকালে সিলেট বালাগঞ্জ উপজেলার ওয়াহাব উল্লার ছেলে কুখ্যাত ডাকাত কবীর মিয়া (৩৫), সিলেট আম্বরখানা হাউজিং স্টেট এলাকার আশিক আলীর ছেলে ডাকাত নয়ন আহমেদ (৩০), সিলেট টিলাগড়ের হাছন আলীর ছেলে ডাকাত আরশ আলী (২৯), নিলেট জৈন্তাপুরের সোলেমান মিয়ার ছেলে ডাকাত শাকিল আহমদ (২০), সিলেট কারাইঘাটের শামসুল হকের ছেলে ডাকাত আশিক (২৩)। আটককৃত সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
এসময় পুলিশ আটক ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি কাটার (সাঁড়াশি), ২টি ধারালো ছুরি, ১টি ধারালো দা, একটি লোহার শাবল, একটি লোহার রড ইত্যাদি উদ্ধার উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, আটককৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
আটক ৫ ডাকাতের বিরুদ্ধে কুলাউড়া থানায় শনিবার মামলা নং-২৬(০৯)২০২২খ্রি: দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)