ধলাই ব্রিজে ধস, মৌলভীবাজার-কমলগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৪:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ৬৪৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার-কমলগঞ্জের চৈত্রঘাট এলাকার ব্রিজের পার্শ্ববর্তী ধলাই নদীর পাড়ের মাটি বসে জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট ব্রিজের পার্শ্বস্থ ধলাই নদীর পাড়ের মাটি ধসে যাওয়ায় সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর ব্রিজের দক্ষিণ পাশের বাঁধ ধসে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। এ নিয়ে শনিবার সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রথমে চৈত্রঘাট ধলাই ব্রিজের এপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত মালামালসহ ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল না করার জন্য বলা হলেও বিকাল সোয়া ৫টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়।
এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। চৈত্রঘাট ধলাই ব্রিজের ওপর সকল ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন জানান, চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর ব্রিজের দক্ষিণ পাশের বাঁধ ধসে বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। দ্রুত মেরামতের কাজ চলছে বলে তিনি জানান।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)