ধানের শীষের প্রচারণায় সরব নাসের রহমান তনয়া আমিরা রহমান
- আপডেট সময় ০১:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব এম নাসের রহমানের পক্ষে মৌলভীবাজারে জোরালো নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ) মৌলভীবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ উপলক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন সড়ক, বাজার এলাকা ও আবাসিক মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির বার্তা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন। এদিনের কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন জনাব এম নাসের রহমানের বড় মেয়ে আমিরা রহমান।
তিনি পুরো সময়জুড়ে জনসংযোগে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সালাম, আদাব ও শুভেচ্ছা জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব এম নাসের রহমানকে বিজয়ী করার আহ্বান জানান। আমিরা রহমান বলেন, “এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত।
ধানের শীষে ভোট দিয়ে এম নাসের রহমানকে নির্বাচিত করলে তিনি জনগণের অধিকার ও উন্নয়নের প্রশ্নে অগ্রণী ভূমিকা রাখবেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। নেতারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনের মধ্য দিয়ে ধানের শীষ বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে।



















