নবনির্বাচিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করাল জেলা বিএনপি

- আপডেট সময় ০৫:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার জেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন। তারা নবনির্বাচিত নেতাদের হাতে ফুল তুলে দেন এবং মিষ্টিমুখ করিয়ে তাদের দায়িত্বপালনে আন্তরিকতা ও সফলতা কামনা করেন।
নেতারা বলেন, “এই নবনির্বাচিত নেতৃত্ব সদর উপজেলা বিএনপিকে নতুন গতিতে এগিয়ে নেবে। আমরা বিশ্বাস করি, তাদের সম্মিলিত প্রয়াসে দল আরও ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জেলা বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, তারা দলের প্রতিটি পর্যায়ে সুসংগঠিত কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সদ্য নির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সর্বস্তরের নেতাকর্মীদের সম্পৃক্ত করে কার্যকর রাজনীতির ধারায় দলকে এগিয়ে নেবে।#
