নানা আয়োজনে মৌলভীবাজারে এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি পালিত
- আপডেট সময় ০৯:১৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / ৮৪০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার: নানা আয়োজনে মৌলভীবাজারে এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এশিয়ান টিভি মৌলভীবাজারের জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব রাখেন,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মো. নাসের রিকাবদার, পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান,প্রেসক্লাব সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল,প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি তমাল ফেরদৌস, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ,ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)সাবেক সাধারণ সম্পাদক ও দিপ্ত টিভি জেলা প্রতিনিধি বকসি মিছবাহ উর রহমান,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু।
আলোচনা সভার পর প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ কেক কাটেন।
এদিকে বর্ষপূর্তি উপলক্ষে মনু নদীর পাড়ে ৩০জন পথশিশুদের খাবার এবং অর্ধ শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।