পাহাড় ধসে ৩ শিশুর মৃত্যু
- আপডেট সময় ০২:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ৪৮২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় রাবার বাগান এলাকায় পাহাড় ধসে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ইসলাম নগর গ্রামের তছলিম মিয়ার ছেলে সুমন মিয়া (১৩), আব্দুল করিমের ছেলে কবির আহমদ (১০), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১২)।
শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলাম নগর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা এবং ভাটেরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, দুপুরে তিন শিশু একসঙ্গে ভাটেরা রাবার বাগানে পাখির বাসার গর্ত থেকে বাচ্চা ধরতে যায়। এ সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহত একজনের হাত দেখতে পেয়ে গ্রামবাসী মাটি সরিয়ে তাদের উদ্ধার করে। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
নজরুল ইসলাম আরও জানান, মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।