পুলিশের অভিযানে বিপুল পরিমান দেশীয় অ/স্ত্র উদ্ধার

- আপডেট সময় ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার মডেল থানা পুলিশের অভিযানে শহরের যুগিডর এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
মঙ্গলবার ২৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খালিশপুর থেকে পুলিশ আসামী নিয়ে ফেরার পথে যুগিডর এলাকায় সন্ত্রাসী পীর আজাদের সহযোগী জুবের এক যুবককে মারধর করতে দেখতে পায়। ওই সময় মৌলভীবাজার মডেল থানার সাব ইন্সপেক্টর উৎপল পাল এগিয়ে গেলে সন্ত্রাসী জুবের পীর আজাদের বাসা থেকে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে দাওয়া করে। কিছুক্ষণ পর পুলিশের একটি টিম পীর আজাদের বাড়ী ঘিরে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, সন্ত্রাসী পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পীর আজাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
