ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় শিশুসহ ১৪ জনকে পুশইন করলো বিএসএফ হযরত মুহাম্মদ (সঃ)’কে ধর্ষক বলে কটুক্তি করায় মৌলভীবাজারে বিকাশ আটক হযরত মুহাম্মদ (সঃ)’কে ধর্ষক বলে কটুক্তি করায় মৌলভীবাজারে বিকাশ আটক কবি আবদুল হাই ইদ্রিছী’র নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি সিলেট বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পেলেন যুবদল সভাপতি জাকির জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৫ বালকদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন মৌলভীবাজারের জেলা সুপারকে রাঙামাটি বদলি প্রবাসী বিএনপি নেতাদের নিয়ে মুজিবুর রহমান এর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ মৌলভীবাজারে পৃথক পৃথক নিষিদ্ধ ঘোষিত দুই যুবলীগ কর্মী গ্রেফতার চোর সন্দেহে বুদ্ধি প্রতিব/ন্ধী যুবককে খুঁটির সাথে বেঁধে পি/টিয়ে র/ক্তাক্ত

পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ৬৭৬ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

 

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাদিপুরের শিববাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

 

এ সময় তার সঙ্গে ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, থানার ওসি মো. আব্দুছ ছালেক, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. অরুণাভ দে ও সদস্য সচিব অজয় দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

 

পরিদর্শনকালে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পাশাপাশি সিসি ক্যামেরা লাগানোয় জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা স্বস্ব এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসককে অঙ্গীকার করেন।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক কাজ করছে। এ ছাড়া আনসার বাহিনীকে সার্বক্ষণিক দায়িত্ব পালনে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সবাইকে গুজবে কান না দিয়ে কোনোকিছু নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানান ।

 

জানা যায়, কুলাউড়ায় এ বছর সার্বজনীন ২০৩টি ও ব্যক্তিগত ১৯টিসহ মোট ২২২টি পূজামণ্ডপে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় ০৪:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

 

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাদিপুরের শিববাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

 

এ সময় তার সঙ্গে ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, থানার ওসি মো. আব্দুছ ছালেক, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. অরুণাভ দে ও সদস্য সচিব অজয় দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

 

পরিদর্শনকালে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পাশাপাশি সিসি ক্যামেরা লাগানোয় জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা স্বস্ব এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসককে অঙ্গীকার করেন।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক কাজ করছে। এ ছাড়া আনসার বাহিনীকে সার্বক্ষণিক দায়িত্ব পালনে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সবাইকে গুজবে কান না দিয়ে কোনোকিছু নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানান ।

 

জানা যায়, কুলাউড়ায় এ বছর সার্বজনীন ২০৩টি ও ব্যক্তিগত ১৯টিসহ মোট ২২২টি পূজামণ্ডপে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।