ব্রেকিং নিউজ
পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১২:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / ২৫৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। রোববার সকালের দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার (ওসি) ডালিম আহমেদ জানান, নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র শিবলু হাসান স্কুলে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিবলু হাসান উপজেলার মোড়াউড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র।
এদিকে, চুনারুঘাট উপজেলার দেউন্দি এলাকায় বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিতহ বৃদ্ধ মো. লেচু মিয়া মাধবপুর উপজেলার খড়কি গ্রামের বজলুর রহমানের ছেলে।
ট্যাগস :