ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক ও কেজি স্কুলের মেধা পরীক্ষা অনুষ্ঠিত ৮ নভেম্বর বিল্পব সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মাওলানা আব্দুল হান্নান আ র নে ই শ্রীমঙ্গলে ছদ্মবেশে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রে ফ তা র আমেরিকার আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কুলাউড়ার সোহেলের জয় মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস ২০২৫ পালিত শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি কোটচাঁদপুরে ঋণ প্রদান কারি প্রতিষ্ঠানের কারসাজি বেকায়দায় স্কুল শিক্ষক খাইরুল ইসলাম  রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকৃতিপ্রেমি প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৯২ বার পড়া হয়েছে

‘বাতাসে বহিছে প্রেম/ নয়নে লাগিলো নেশা/ কারা যে ডাকিলো পিছে/ বসন্ত এসে গেছে/ মধুর অমৃতবানী বেলা গেল সহজেই/ মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে/ থাক তব ভুবনের ধূলি মাখা চরণে/ মাথা নত করে রব…/ বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।/ গগনের নভোনীলে মনেরও গোপনে/ বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ/ পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে/ বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে/ কুহু কুহু শোনা যায়/ কোকিলের কুহু তান…/ বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।’’

গানের প্রতিটি শব্দ-বাক্যের মতো বসন্ত এসে গেছে। গাছে-গাছে জেগেছে পত্র-পল্লব, ফুটেছে ফুল!

প্রকৃতিপ্রেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের প্রকৃতিপ্রেমের প্রমাণ দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে। গণভবনে কৃষিকাজ নিয়ে একটা বেসরকারি টেলিভিশনে প্রতিবেদনও প্রচার হয়েছে সম্প্রতি।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট-ব্রি’র ৫০ বছর পূর্তি উদযাপনে অংশগ্রহণ করেন। ওইদিন সেখানে তিনি বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী তাঁর গাজীপুর সফরকালে পরিদর্শন করেন ধান গবেষণা কেন্দ্র। নিজেকে নিয়ে যান প্রকৃতির কাছাকাছি। বসন্তে ফোটা পলাশ ফুলের মাঝে নিজেকে হাজির করেন। পলাশ বৃক্ষের নিচে ছড়িয়ে থাকা পলাশ ফুলের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পলাশ ফুলের সঙ্গে প্রধানমন্ত্রীর দুইটি ছবি ‘পলা‌শ ফোটার দি‌নে বাংলাদেশকে নেই চি‌নে….’ লিখে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ছবিগুলো তুলেছেন ইয়াসিন কবির জয়।

ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী প্রধানমন্ত্রীর প্রকৃতিপ্রেমের এমন দৃশ্যের প্রশংসা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রকৃতিপ্রেমি প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

‘বাতাসে বহিছে প্রেম/ নয়নে লাগিলো নেশা/ কারা যে ডাকিলো পিছে/ বসন্ত এসে গেছে/ মধুর অমৃতবানী বেলা গেল সহজেই/ মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে/ থাক তব ভুবনের ধূলি মাখা চরণে/ মাথা নত করে রব…/ বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।/ গগনের নভোনীলে মনেরও গোপনে/ বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ/ পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে/ বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে/ কুহু কুহু শোনা যায়/ কোকিলের কুহু তান…/ বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।’’

গানের প্রতিটি শব্দ-বাক্যের মতো বসন্ত এসে গেছে। গাছে-গাছে জেগেছে পত্র-পল্লব, ফুটেছে ফুল!

প্রকৃতিপ্রেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের প্রকৃতিপ্রেমের প্রমাণ দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে। গণভবনে কৃষিকাজ নিয়ে একটা বেসরকারি টেলিভিশনে প্রতিবেদনও প্রচার হয়েছে সম্প্রতি।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট-ব্রি’র ৫০ বছর পূর্তি উদযাপনে অংশগ্রহণ করেন। ওইদিন সেখানে তিনি বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী তাঁর গাজীপুর সফরকালে পরিদর্শন করেন ধান গবেষণা কেন্দ্র। নিজেকে নিয়ে যান প্রকৃতির কাছাকাছি। বসন্তে ফোটা পলাশ ফুলের মাঝে নিজেকে হাজির করেন। পলাশ বৃক্ষের নিচে ছড়িয়ে থাকা পলাশ ফুলের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পলাশ ফুলের সঙ্গে প্রধানমন্ত্রীর দুইটি ছবি ‘পলা‌শ ফোটার দি‌নে বাংলাদেশকে নেই চি‌নে….’ লিখে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ছবিগুলো তুলেছেন ইয়াসিন কবির জয়।

ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী প্রধানমন্ত্রীর প্রকৃতিপ্রেমের এমন দৃশ্যের প্রশংসা করছেন।