প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা আত্মসাতের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১১:০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ২৬৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে অধ্যায়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের এ্যাসিসটিভ ডিভাইস কেনার টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় বইছে। নানাভাবে প্রতিবাদ জানাচ্ছেন মৌলভীবাজারবাসী।
শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানুষের অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট নিয়ামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম আহমেদ, গিয়ানগর ইউনিটের সাধারণ সম্পাদক মাখনুনূর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, কালাপুর ইউনিটের সভাপতি মোঃ সজিবুর রহমান টিপু, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার সদর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আহমেদ রনি, এডভোকেট মোরাদ খান, এডভোকেট সুজন আহমেদ ও ফাউন্ডেশনের সদস্য তায়েফ আহমেদ, হাবিবুল ইসলাম ও সায়েম সহ বিভিন্ন স্থরের সচেতন মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের এ্যাসিসটিভ ডিভাইস কেনার টাকা আত্মসাতের সাথে সম্পৃক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)