প্রতীক পেয়ে বড়লেখার জেলা পরিষদের প্রার্থীরা মাঠে
- আপডেট সময় ০৮:০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ২৮৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: আগামী ১৭ অক্টোবর সারা দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে গতকাল ২৬ সেপ্টেম্বর রিটানিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা নিয়ে গঠিত ১নং ওয়ার্ড জুড়ি উপজেলা ২নং ওয়ার্ড এ দুই ওয়ার্ডের সদস্য পদে ৬ প্রার্থী প্রতীক পেয়ে ভোটের কাছে হাঁটছেন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ১নং ওয়ার্ড এ ওয়ার্ডে সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতীক পেয়ে ভোটের কাছে, কাছে ছুটছেন তারা হচ্ছেন শহীদুল আলম শিমুল তিনির প্রতীক হচ্ছে ক্রিকেট ব্যাট প্রতীক, আবু আহমদ হামিদুর রহমান শিপলু ঘুড়ি, ও আজিম উদ্দিন বৈদ্যুতিক পাখা প্রতীক। ১নং ওয়ার্ড বড়লেখা উপজেলায় মোট ১৪৬ জন ভোটার রয়েছে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
দিকে জুড়ি উপজেলা নিয়ে গঠিত ২নং ওয়ার্ড এখানে সদস্য পদে ৩ জন প্রার্থী হচ্ছেন মো. বদরুল ইসলাম হাতি প্রতীক মো. জাহাঙ্গীর আলম অটোরিকশা, (সিএনজি) মো. আব্দুল হাকিম ইমন তালা প্রতীক নিয়ে মাঠে। জানা যায় ২নং ওয়ার্ড জুড়ি উপজেলার মোট ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।