প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া

- আপডেট সময় ০৪:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ৪৫০ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছে মরক্কো-ক্রোয়েশিয়া। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। বিরতির আগে ২-১ গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া।
খলিফা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ক্রোয়েশিয়া। পুরো ম্যাচের ৫৮ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয় ক্রোয়েটরা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে চারটি। এতে গোল পেয়েছে দুটি।
অন্যদিকে পুরো ম্যাচের ৪২ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে মরক্কো। বল দখলের পাশাপাশি আক্রমণের ক্ষেত্রে ধার কম ছিল আফ্রিকান দলটি। ক্রোয়েশিয়ার গোলবার বরাবর শট নিয়েছে মাত্র একটি। সেটাতেই পেয়েছে গোল।
ক্রোয়েশিয়ার শুরুর একাদশ:
লিভাকোভিচ, স্ট্যানিসিচ, পেরিসিচ, মেজার, কোভাসিচ, ক্রামারিচ, মদ্রিচ, লিভাজা, ওরসিচ, গভার্দিওল, সুতালো।
ফরমেশন: ৩-৫-২
মরক্কোর শুরুর একাদশ:
বোনো ইয়াসিন, আশরাফ হাকিমি, দারি, এল ইয়ামিক, আত্তিয়াত-আল্লাহ, আমরাবাত, এল খানৌস, জিয়েস, সাবিরি, বাউফল, এন-নেসিরি।
