প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ঠ বিষয় নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৯:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ২২৭ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার: প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ঠ বিষয় নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত এক আলোচনাসভায় ১২ দফা দাবি উত্থাপন করে তা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
১২ ফেব্রুয়ারী রাতে মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেষ্ঠুরেন্টের হলরুমে প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি, মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ও জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক মোশাররফ হোসেন। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ঠ্র প্রবাসী কমিউনিটি লীডার নুরে আলম জিকু, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লীডার,শাপলা প্রজেক্ট ইউকে এর প্রতিষ্ঠাতা সম্পাদক এম এ কাইয়ুম তালুকদার,কুয়েত সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আবু সাঈদ কুতুব উদ্দিন, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, মনুকুলের কাগজ সম্পাদক মোস্তাক চৌধুরী,মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক শাহীন আহমদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্ঠা,বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ। সভা পরিচলনা করেন প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্পাদক এস এম মেহেদী হাসান রুমী।
১২ দফা দাবীর মধ্যে রয়েছে প্রবাসে মারা যাওয়া বাংলাদেশী নাগরিকদের মরদেহ রাষ্ট্র্রীয় খরচে দেশে আনা, প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র .ভোটাধিকার প্রদান,বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ, প্রবাসীদের নিরাপত্তা আইন প্রনয়ন ,বাস্তবায়ন,বাজেটে বিশেষ বরাদ্দ. বিদেশে অবৈধদের বৈধকরনে সরকারের সহযোগিতা,দুতাবাসে শ্রম কলাণ উইং স্থাপন, পেনশন স্কীমে অন্তর্ভুক্তকরন ,৫ শতাংশ প্রনোদন্ াবাস্তবায়ন. বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণ.ও অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা ও প্রবাস ফেরতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ্অলোচকরা উক্ত দাবী দাওয়্ ান্যায়সংগত দাবী করে তা বাস্তবায়নের দাবী জানান।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন এসব দাবী দাওয়ার ব্যাপারে সরকার সচেতন। তা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান তার বক্তব্যে যেকোন কারিগরী শিক্ষা গ্রহণ করে বিদেশ যাওয়া ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানান।
জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক মোশাররফ হোসেন সরকারী বিভিন্ন্ সুযোগ সুবিধার কথা উল্লেখ করে তা গ্রহণের অনুরোধ জানান।
অনুুষ্ঠানে চিকিৎসা সহায়তা হিসেবে ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় কমলগঞ্জের নাঈমা আক্তারকে। জেলা পরিষদের চেয়ারম্যান তাকে ১০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
প্রবাসীদের উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসী স্বজন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা কুয়েত প্রবাসী মুরাদুল হক চৌধুরীকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়।
সভায় বিভিন্ন্ দেশের প্রবাসী সহ প্রায় শতাধিক ব্যক্তি উপন্থিত ছিলেন। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।