প্রাথমিক শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় ১২:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে মৌলভীবাজারের হিলালপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে সৈয়দ আব্দুল মজিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রাথমিক ছাত্রদের প্রশংসা প্রোগ্রাম। স্থানীয় সামাজিক সংস্থা রাইজিং স্টারস হিলপুর। সহযোগিতায় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
শনিবার (১০ জানুয়ারি ) সকাল ১১টায়মোঃ উবেদ স্যারের কোচিং আয়োজিত এ প্রোগ্রামে প্রায় ৫০ জন প্রাথমিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ১–২ শ্রেণির ১২ জন, ৩–৪ শ্রেণির ২০ জন এবং ৫ম শ্রেণির ১২ জন শিক্ষার্থী ছিলেন, যারা ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সৈয়দ মনসুর, বিশেষ বিশেষ এম এম উবেদ স্যার, শিক্ষক, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার এবং সুমন খান, বর্তমান স্থানীয়, রাইজিং স্টারস হিলালপুর,মৌলভীবাজার। এছাড়াও রাইজিং স্টারস হিলালপুরএর সদস্যবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, জ্যামিতি বক্স, গল্পের বইসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। খেলনা নয় বরং শিক্ষাসামগ্রী উপহার পাওয়ায় গ্রামের শিশুরা ছিল খুবই আনন্দিত।
আয়োজকরা জানান, শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো ও সমাজের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

















