ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়তমা 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ২২৮ বার পড়া হয়েছে

প্রিয়তমা

এ্যাডজুটেন্ট আসাদ মিলন

প্রিয়তমা তোমার প্রতীক্ষায় খুঁজে ফিরি স্মৃতি,

সারি সারি বকুল গাছের মেঠোপথে নদীর ধারে সবুজ ঘাসে জড়ানো ভালোবাসায়,

কত যুগল এসে যায় নতুন সুখস্মৃতি জমায়,

পাখির ডাকে এখনো সম্বিৎ ফিরে পাই,

এইতো সেদিন দিয়েছিলে তুমি বকুল ফুলের মালা গেথে,

কোলে মাথা রেখে বলেছিলে ভালোবাসি তোমাকে,

এই নদীর তরঙ্গের মতই কানে বাজে এখনো দিবানিশি,

জীবন বাস্তবতায় এসেছে নতুন মুখ,

তবু ভুলতে পারিনি তোমার প্রথম প্রেমের উষ্ণ সুখ,

প্রিয়তমা এখনো কি তুমি নীল শাড়ি পরে কপালে টিপ দাও,

ঝকঝকে পুথির মালায় নিজেকে জড়িয়ে রাখো,

নরম বুকের একপাশে ছড়িয়ে থাকে তোমার ঘনকালো চুল,

স্মৃতিতে ভাস্বর সেই অপরুপা তুমি,

শীতের বিকেলে এই বকুল গাছের নিচে ঐ দুরের নদীর স্রোতের মতই আজ মুখোমুখি বাস্তবতায়।

লেখক : সার্কেল এ্যাডজুটেন্ট, র‍্যাব -৫ জয়পুরহাট ক্যাম্প।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রিয়তমা 

আপডেট সময় ০৫:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

প্রিয়তমা

এ্যাডজুটেন্ট আসাদ মিলন

প্রিয়তমা তোমার প্রতীক্ষায় খুঁজে ফিরি স্মৃতি,

সারি সারি বকুল গাছের মেঠোপথে নদীর ধারে সবুজ ঘাসে জড়ানো ভালোবাসায়,

কত যুগল এসে যায় নতুন সুখস্মৃতি জমায়,

পাখির ডাকে এখনো সম্বিৎ ফিরে পাই,

এইতো সেদিন দিয়েছিলে তুমি বকুল ফুলের মালা গেথে,

কোলে মাথা রেখে বলেছিলে ভালোবাসি তোমাকে,

এই নদীর তরঙ্গের মতই কানে বাজে এখনো দিবানিশি,

জীবন বাস্তবতায় এসেছে নতুন মুখ,

তবু ভুলতে পারিনি তোমার প্রথম প্রেমের উষ্ণ সুখ,

প্রিয়তমা এখনো কি তুমি নীল শাড়ি পরে কপালে টিপ দাও,

ঝকঝকে পুথির মালায় নিজেকে জড়িয়ে রাখো,

নরম বুকের একপাশে ছড়িয়ে থাকে তোমার ঘনকালো চুল,

স্মৃতিতে ভাস্বর সেই অপরুপা তুমি,

শীতের বিকেলে এই বকুল গাছের নিচে ঐ দুরের নদীর স্রোতের মতই আজ মুখোমুখি বাস্তবতায়।

লেখক : সার্কেল এ্যাডজুটেন্ট, র‍্যাব -৫ জয়পুরহাট ক্যাম্প।