প্রেমিককেই বিয়ে করলেন শিলা

- আপডেট সময় ১০:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ২৬০ বার পড়া হয়েছে

ছয় বছরের প্রেমের সম্পর্কের পর সেই প্রেমিককেই বিয়ে করলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, শিলার বরের নাম আবিদুল মহায়মীন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। সাজিল পেশায় একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। বৃহস্পতিবার দুই পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে কাবিন সম্পন্ন হয়।
রাজধানীর প্রগতি সরণির একটি স্টুডিওতে বুধবার শিরিন শিলার গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
বিয়ে প্রসঙ্গে শিরিন শিলা গণমাধ্যমকে বলেন, ‘ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি
