ফিল্মে সাজ্জাদ,সঙ্গী অপু
- আপডেট সময় ০৩:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ৬৫৬ বার পড়া হয়েছে
নতুন ওয়েব ফিল্মের কাজ শুরু করেছেন সাজ্জাদ হোসাইন। নাম ‘ছায়াবাজি’। সত্য ঘটনার অবলম্বনে সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় সাজ্জাদের বিপরীতে আছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।
প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। গত ১৭ডিসেম্বর থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে সিনেমার দৃশ্যধারণের কাজ। সাজ্জাদ-অপু ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকাসহ অনেকে।
ঢাকাটাইমসকে সাজ্জাদ হোসাইন বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। খুবই সুন্দর একটি গল্প। এতে আমার সঙ্গে অপুদি আছেন। তার সাথে কাজ করতে গিয়ে মনে হয়েছে সে খুবই ভাল এবং হেল্পফুল একজন মানুষ। পরিচালক হিসাবে আছেন শাকিল ভাই। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারছি।’
সাজ্জাদ জানান, আসছে রোজার ঈদে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে। উল্লেখ্য, চ্যানেল আইয়ের আলোচিত রিয়েলিটি শো ‘কে হবে মাসুদ রানা’র প্রথম রানার আপ হয়ে শোবিজে পরিচিত পান সাজ্জাদ হোসাইন। তরুণ প্রতিভাবান এ চিত্রনায়ক এরইমধ্যে ‘এমআরনাইন, ‘মোনা’ ‘নেটওয়ার্ক’ ‘প্রেম পুরান’ সিনেমাগুলোর কাজ শেষ করেছেন। সিনেমাগুলো বর্তমানে মুক্তির মিছিলে রয়েছে।