ফেঁসে গেলেন দুই নারী পুলিশ সদস্য
- আপডেট সময় ০২:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ৮১৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: সিলেট রেঞ্জে কর্মরত দুই নারী পুলিশ সদস্য শাস্তির মুখে পড়েছেন। তাদের সাথে আছেন দেশের বিভিন্ন জায়গার আরও ১১ জন।
পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও প্রকাশ করে তারা ফেঁসে গেছেন। পুলিশ সদর দপ্তরের নজরদারিতে ধরা পড়েছেন তারা। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সিলেট রেঞ্জে কর্মরত ওই দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল আবু হানিফা নিপু ও নায়েক সাকিরা আক্তার। এ দুজনের পোস্টিংই হবিগঞ্জ জেলায়।
বাকি ১১ পুলিশ সদস্য হলেন- কনস্টেবল আইরিন আক্তার (পিরোজপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল), সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), শাহানা পারভীন শম্পা (মাগুরা), মোছা. রশনি ইয়ারা (পিটিসি, টাঙ্গাইল), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম) এবং মো. আশিকুল হক (ঝালকাঠি)।
এই ১৩ পুলিশ সদস্যই আগে ডিএমপিতে কর্মরত ছিলেন।ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পুলিশ সদর দপ্তর সারা দেশে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিওতে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করেছে।
তিনি বলেন, ‘নোংরামি ঠেকানোর দায়িত্ব পুলিশ সদস্যদের। তারা যদি নোংরামি করে তাহলে নোংরামি ঠেকাবে কে?