ব্রেকিং নিউজ
বজ্রাঘাতে রাখালের মৃত্যু
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ২৯৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে বজ্রাঘাতে এক রাখালের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির দেলোয়ার হোসেন (৩৬) সে উপজেলার নওয়াগাঁও গ্রামের জমসেদ আলীর ছেলে।
নিহতের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত যুবক তাঁর সম্পর্কে চাচাতো ভাই৷ সে পেশায় একজন রাখাল। প্রতিদিনকার মতো আজও হাওরে গরু নিয়ে যায়। ঝড়ের সময় বাড়ি ফেরার পথে।
দিনের বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়রা উদ্ধার করে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী।
ট্যাগস :










