ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
১২ অক্টোবর থেকে মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন এম. নাসের রহমান মৌলভীবাজার পূজা মন্ডপে মিষ্টি উপহার পাঠালেন পৌর বিএনপির সভাপতি সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজারের পূজা মণ্ডপ পরিদর্শন আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলায় কমিটি গঠন মৌলভীবাজার সদর উপজেলা গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় দখলে বিলিন হচ্ছে খেলার মাঠ; প্রশাসন নিরবতা পালন করছে মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যাগে বৃক্ষ রোপন ও সংবাদকর্মীদের মাঝে চারা বিতরণ কুলাউড়ায় নতুন সংগঠন এর আত্মপ্রকাশ মৌলভীবাজারে প্রতিটি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার দিলেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল

বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ১১৯ বার পড়া হয়েছে

বড়লেখার বিজিবি লাতু বিওপির আওতাধীন কুমারসাইল সীমান্ত দিয়ে সোমবার ভোরবেলা শিশু ও নারীসহ ১২ জন রোহিঙ্গা মুসলমান এবং ৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের জিরো লাইনে নিয়ে বিএসএফ এদেরকে জোর করে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে। সকাল ন’টার দিকে এলাকাবাসির সহযোগিতায় বিজিবি তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, পরিচয় সনাক্তের পর এদেরকে থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গত ২ মাসে বিএসএফ পাঁচ শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে পুশইন করেছে।

এলাকাবাসী ও স্থানীয় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সোমবার সকাল ন’টার দিকে সীমান্তবর্তী কুমারসাইল গ্রামের লোকজন জানান, তাদের গ্রামে ক্লান্ত, বিমর্ষ ও বিপর্যস্ত চেহারায় বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু ঘুরাফেরা করছে। কথাবার্তায় কয়েকজনকে রোহিঙ্গা মুসলমান মনে হওয়ায় লোকজন তাদেরকে আটক করে তাকে (ইউপি চেয়ারম্যান) ও স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে পরিচয় সনাক্তের পর তাদেরকে থানায় সোপর্দ করবে বলে জানিয়েছে বিজিবি।

 

এব্যাপারে জানতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এজন্য তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান সোমবার বিকেল পাঁচটায় জানান, শুনেছেন বিএসএফের পুশইনকৃত ১২ জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশি নাগরিককে বিজিবি আটক করেছে। বিজিবি এখনও তাদেরকে থানায় সোপর্দ করেনি। থানায় সোপর্দ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন

আপডেট সময় ০৯:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

বড়লেখার বিজিবি লাতু বিওপির আওতাধীন কুমারসাইল সীমান্ত দিয়ে সোমবার ভোরবেলা শিশু ও নারীসহ ১২ জন রোহিঙ্গা মুসলমান এবং ৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের জিরো লাইনে নিয়ে বিএসএফ এদেরকে জোর করে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে। সকাল ন’টার দিকে এলাকাবাসির সহযোগিতায় বিজিবি তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, পরিচয় সনাক্তের পর এদেরকে থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গত ২ মাসে বিএসএফ পাঁচ শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে পুশইন করেছে।

এলাকাবাসী ও স্থানীয় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সোমবার সকাল ন’টার দিকে সীমান্তবর্তী কুমারসাইল গ্রামের লোকজন জানান, তাদের গ্রামে ক্লান্ত, বিমর্ষ ও বিপর্যস্ত চেহারায় বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু ঘুরাফেরা করছে। কথাবার্তায় কয়েকজনকে রোহিঙ্গা মুসলমান মনে হওয়ায় লোকজন তাদেরকে আটক করে তাকে (ইউপি চেয়ারম্যান) ও স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে পরিচয় সনাক্তের পর তাদেরকে থানায় সোপর্দ করবে বলে জানিয়েছে বিজিবি।

 

এব্যাপারে জানতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এজন্য তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান সোমবার বিকেল পাঁচটায় জানান, শুনেছেন বিএসএফের পুশইনকৃত ১২ জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশি নাগরিককে বিজিবি আটক করেছে। বিজিবি এখনও তাদেরকে থানায় সোপর্দ করেনি। থানায় সোপর্দ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।