বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গবাদিপশুর গোখাদ্য বিতরণ সম্পন্ন

- আপডেট সময় ০৯:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ২০৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গবাদিপশুর গোখাদ্য বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) Food and Agriculture Organisation of the united Nations (FAO) এর সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার এর বাস্তবায়নে মৌলভীবাজার সদর উপজেলার ১১০ জন বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গোবাদিপশুর গোখাদ্য বিতরণ করা হয়।
খামারীদের মাঝে গবাদিপশুর গোখাদ্য বিতরণ করেন ডাঃ মোঃ আশরাফুল আলম খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৌলভীবাজার, ডাঃ মোঃ শাহীনুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার ও অত্র দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
খামারীদের উদ্দেশ্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম খান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুল হক মহোদয় গবাদিপশুর গোখাদ্য খাওয়ানোর নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শীতকালে গবাদিপশুর রোগবালাই বেশি হয় সে ব্যাপারে খামারীদেরকে সচেতন থাকতে বলেন ও বিভিন্ন রোগবালাই সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন।
