বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময় ০৩:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ১২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশের বৃহতম শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার দিবসটি উপলক্ষে ভাড়াউড়া চা বাগানে বিভিন্ন চা বাগান থেকে প্রায় পাঁচ হাজার চা শ্রমিক মিলিত হন। পরে সেখান থেকে বর্ণাঢ্য আয়োজনে একটি শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিন করে কলেজ সড়কের কালীবাড়ি মোড়ে এসে দাড়ায়। সেখানে দিবস টি উপলক্ষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ এ কন্দ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন দীর্ঘ ৭৭ বছর ধরে বাংলাদেশের চা শ্রমিকদের দাবী আদায়ে সংগঠনটি কাজ করে চলেছে। চা শ্রমিক ইউনিয়ন শক্তিশালী থাকায় শ্রমিকরা সংগঠিত হয়ে তাদের অধিকার আদায়ে মালিকপক্ষের কাছে দাবী জানাতে পারছে।
