বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচি
- আপডেট সময় ০৫:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৭০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজার জেলা কমিটির উদ্যাগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজার আদালত প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
জানাযায়,গত ১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে একটি সুপারিশমালা প্রধান উপদেষ্টার বরাবর দাখিল করা হয়। তবে সুপারিশ প্রদান সত্ত্বেও অদ্যাবধি পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
সরকারের অন্যান্য ক্যাডার ও বিভাগে বেতন কাঠামো বাস্তবায়নের অগ্রগতি থাকলেও বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারীরা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আজ ২০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল ১০টায় এক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি এ.বি.এম ফিরোজ আলম চৌধুরী।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবু বিকাশ চন্দ্র দত্ত ও সাংগঠনিক সম্পাদক জনাব মো. আব্দুল মুমিন রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাবু নিরঞ্জন চন্দ্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুজিত রঞ্জন ধর, অর্থ সম্পাদক জনাব ইকবাল উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক বাবু জয় কুমার দেব, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক জনাব মো. আব্দুল কাদির, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস মিতালী পালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিচার বিভাগের বিভিন্ন স্তরের কর্মচারীরা।
বক্তারা বলেন, অবিলম্বে জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তারা বিচার বিভাগের কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


















