বাপা হবিগঞ্জের উদ্যোগে লাখাইয়ে পরিবেশ ও বজ্রপাত রক্ষায় তালের চারা রোপণ
- আপডেট সময় ০৫:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ২৫৮ বার পড়া হয়েছে
লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই মুক্তিযাদ্ধা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচীর শুভ সূচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও পরিবেশ রক্ষায় বহুমাত্রিক কার্যক্রমের পুরোধা ব্যক্তিত্ব তোফাজ্জল সোহেল।
লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজে বুধবার (১ নভেম্বর ) সকাল ১১ টায় তালের চারা রোপন কার্যক্রম পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগন্জ আন্চলিক কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ জাবেদ আলী, অধ্যাপক কৃষ্ণ মোহন বনিক,অধ্যাপক মজিবুল হক,অধ্যাপক তাপস কিশোর রায়, বাপা হবিগঞ্জ আঞ্চলিক কমিটির নির্বাহী সদস্য আশীষ আচার্য্য,মোঃ বাহার উদ্দিন, পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক বৃন্দ ও ছাত্র- ছাত্রীরা
প্রধান অতিথি বাপা হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন বাপা পরিবেশ রক্ষায় কাজ করে আসছে। নদী,পুকুর ভরাট,দখল,দুষন রোধে চলমান কার্যক্রমের অংশ হিসাবে “বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন এর উদ্যোগ গ্রহণ করেছে।এটিও আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ।
তিনি আরোও বলেন এক সময় আমাদের চারপাশে তাল,খেজুর সহ বিভিন্নরকম বৃক্ষের সমারোহ ছিল। কালের বিবর্তনে তার স্থান দখল করে নিয়েছে পরিবেশ বিনাশী ইউকিলিপটাস সহ বিভিন্ন বৃক্ষ যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতিবাচক প্রভাব পড়ছে। এ থেকে উত্তোরনে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপনের বিকল্প নেই। বর্তমানে বজ্রপাত একটি প্রাকৃতিক দূর্যোগ হিসাবে বিবেচিত হওয়ায় এ থেকে বাঁচতে বজ্রপাত নিরোধক তালের চারা রোপন করতে হবে। তাই বাপা অন্যান্য কর্মসূচীর সাথে তালের চারা রোপন এর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি তালের চারা রোপন এর উদ্যোগে সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য বদ্ধ প্রয়াস চালানো আহবান জানান।
উল্লেখ্য চলতি বছরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর উদ্যোগে ১৫ আগষ্ট /২৩ তালের চারা রোপন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয় লাখাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে।
তালের চারা ও বীজ সংগ্রহে সার্বিক সহযোগিতা করেছেন পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন।
চলতি মৌসুমে বাপা ২ বছর বয়সী ৩ শত চারা ও অন্কুরিত বীজ সহ সবর্সাকুল্যে ২ সহস্রাধিক তালবীজ রোপন সম্পন্ন করেছে।