বিএনপিকে ঠেকাতে নির্বাচন বানচালের চক্রান্ত চলছে” – যুক্তরাজ্যে এম নাসের রহমান

- আপডেট সময় ১২:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ৫৩ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, “বিএনপির প্রতি দেশের সাধারণ মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩০ থেকে ২৪০টি আসন পেয়ে সরকার গঠন করবে।”
তিনি অভিযোগ করে বলেন, এই সম্ভাবনা আঁচ করতে পেরে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একইসঙ্গে বিএনপিকে ঘায়েল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে ফেসবুকে দলটির বিরুদ্ধে অপ্রচারে লিপ্ত রয়েছে তারা।
বুধবার রাতে যুক্তরাজ্যের বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারে মৌলভীবাজার জেলার প্রবাসী বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনের সবচেয়ে বড় বিরোধিতা করে জামায়াতে ইসলাম। কারণ তারা নিজেরাই জানে তাদের ভোট কতটা, আসন কতটা। ডিসেম্বরে হোক কিংবা ফেব্রুয়ারিতে, তাদের সম্ভাব্য সিট সংখ্যা ২৫-৩০ এর বেশি নয়, তা তারা অংক কষেই জানে।”
বিএনপির সঙ্গে জোট গঠনের প্রসঙ্গে তিনি বলেন, “এন সি পি’র সামনে বিএনপির সঙ্গে জোট ছাড়া আর কোনো পথ খোলা নেই। তারাও চায় বিএনপির সঙ্গে একত্রিত হতে, আমরাও আপত্তি করছি না। তবে জামায়াতের সঙ্গে বিএনপির জোট গঠনের আর কোনো সুযোগ এবার নেই।”
এ সময় তিনি আরও জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী।
রিয়াদ আহাদ, সারওয়ার আহমেদ ও ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—বিএনপি নেতা হাবিবুর রহমান, মোশাহিদ তালুকদার, মোস্তাকিম চৌধুরী, আয়াছ আহমেদ, সিপার আহমেদ, কায়সারুল ইসলাম সুমন প্রমুখ।
