ব্রেকিং নিউজ
বিকাশ হ্যাকারের কবেল গণমাধ্যম কর্মী

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ বিকাশ হ্যাকারের কবেল পড়ে টাকা খোয়ালেন কোটচাঁদপুরের গণমাধ্যম কর্মী মনোজ মালাকার। গেল শনিবার (০১-০৪-২৩) মার্চ রাতের এ ঘটনা।
এ ব্যাপারে রবিবার থানায় অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি অভিযোগ তাঁর।
ভুক্তভোগী গণমাধ্যম কর্মী মনোজ মালাকার বলেন,শনিবার রাতে কোটচাঁদপুর বাজারের শরজিৎতের বিকাশের দোকান থেকে আমার নাম্বারে টাকা ৪ হাজার বিকাশ করি। এরপর পাশের আরেকটি দোকান থেকে আরো ৩ হাজার টাকা বিকাশ করি। এর ২ ঘন্টা পর একটা নাম্বার থেকে ফোন আসে।
বলে আপনার বিকাশ নাম্বারে একটু সমস্যা হয়েছে। আমি একটা ম্যাসেজ করছি, আপনি পড়ে বলেন। আমি ওই ম্যাসেজটি বলার ১ মিনিট পর বিকাশে ঢুকে দেখি আমার টাকা নাই।
তিনি বলেন, হ্যাকাররা আমার বিকাশ নাম্বার হ্যাক করে ২৪ হাজার ৬ শ টাকা নিয়েছেন। রবিবার (২-০৪-২৩) ওই ঘটনায় কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছি ওই নাম্বারে। আর ওই নাম্বারের মালিকের বিরুদ্ধে। পুলিশ এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি অভিযোগ ওই কর্মীর।
কোটচাঁদপুর থানার ডিউটিরক উপপরিদর্শক (এসআই) কাজী ইউনুচ আহমেদ বলেন,এ সংক্রান্ত একটা অভিযোগ করেছেন মনোজ মালাকার। বিষয়টি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ তদন্ত করছেন।

ট্যাগস :