ব্রেকিং নিউজ
বিজয় দিবস উপলক্ষে বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের প্রীতি ফুটবল ম্যাচ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ৫৭৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারে বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের উদ্যেগে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এম সাইফুর রহমান স্টেডিয়ামে বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আল আমিন ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সার্জন ডা.রাজিব তাদের দুই টিমের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরে বিজয়ীর হাতে পুরস্কার তোলে দেন,বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু,প্রেসক্লাকের সাবেক সভাপতি ও বিশিষ্ট ছড়াকার আবদুল হামিদ মাহবুব প্রমুখ
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :