বিজিবির অভিযানে ভারতীয় ৬ মহিষ আটক
- আপডেট সময় ০৪:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ৪১১ বার পড়া হয়েছে
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় বিজিবির অভিযানে আটক করা ৬টি ভারতীয় মহিষ মাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার বিওসি টিলা বিজিবি ক্যাম্পে নিলামে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের হিফজুর রহমান নামের এক ব্যক্তি ৩ লাখ ৫ হাজার টাকায় মহিষগুলো কিনে নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১৩৯২ মেইন পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তর দিয়ে চোরাকারবারিরা ভারতীয় চোরাই মহিষের চালান নিয়ে যাচ্ছিল। স্থানীয়ভাবে গোপন সংবাদের ভিত্তিতে বিওসি টিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাথারিয়া চা বাগান এলাকায় অভিযান চালায়। রাত ৮টার দিকে বিজিবি সদস্যরা ধাওয়া করে ৬টি ভারতীয় চোরাই মহিষ আটক করে। এর আগেই চোরাকারবারিরা পালিয়ে যায়।
আটক মহিষগুলোর সিজার মূল্য ধরা হয় ১২ লাখ টাকা।