ব্রেকিং নিউজ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ৬৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়া ইউনিয়ন পাথারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আলিমুদ্দীন। সে পাথারীপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে আহত অবস্থায় স্বজনরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।

ট্যাগস :