ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের নিয়ে পরামর্শ সভা কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রে/ফ/তা/ র মনোনয়ন ফরম সংগ্রহ করলেন খেলাফত মজলিস মনোনীত ও সম্ভাব্য ৮ দলীয় জোটের প্রার্থী মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ- ২ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ ৭ নেতা গ্রে ফ তা র এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষি হলেন বাংলাদেশি ড. ওয়ালী তসর উদ্দিন মৌলভীবাজারে আইডিয়া’র আলো-আলো প্রকল্পের জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা শ্রীমঙ্গলে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রে/ফ/তা/র মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটসহ পায়ে হেঁটে ১৫০ কি. মি. পথ পরিভ্রমণে – ৩ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

বিয়ের গান গাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • / ৬৭৩ বার পড়া হয়েছে

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিয়ের আগের দিন গান গাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বেতাহুঞ্জা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। শুক্রবার বিয়ে উপলক্ষে আগের রাতে বরের বাড়িতে ধামাইল গান গাইতে এলাকার কিছু ছেলে সমবেত হয়। তখন ওই এলাকার চেরাগ মিয়া, এরাগ মিয়া এবং লালা মিয়ার সন্তানদের সঙ্গে ইসকার মিয়া ও মিসকার মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উভয়পক্ষের বিরোধ মিটমাট করেন।

বৃহস্পতিবার রাতের ওই ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষদেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। স্থানীয়দের মধ্যস্থতায় সংঘর্ষ থামার পর রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে আহতরা হলেন– হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু, আশরাফ মিয়া, মিছকার, সুন্দর মিয়া, সেলিম, আবু কালাম, আকবর, আমিন মিয়া, বাক্কর মিয়া, আয়াতুন বেগম, হোসেনা বেগম, লায়লুছ মিয়া, মাহিম, ফরিছ মিয়া, জুবেল মিয়া, শাকিল মিয়া, শানাই মিয়া, আয়াছ, আহাদ মিয়া, আব্দুস সালাম, মিজানুর রহমান, পাবলু মিয়া, ইদাই মিয়া, শামিম, এবাদুর রহমান, ইসকার মিয়া, আজাদ মিয়া, ইদুকার মিয়া, হাবিবুর রহমান, মতি মিয়া, আব্দুল হাকিম, সেকাদ আলী, মিলু আহমদ প্রমুখ। গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আশরাফ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, উভয় পক্ষ নামাজে যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিয়ের গান গাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

আপডেট সময় ০৫:৩৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিয়ের আগের দিন গান গাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বেতাহুঞ্জা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। শুক্রবার বিয়ে উপলক্ষে আগের রাতে বরের বাড়িতে ধামাইল গান গাইতে এলাকার কিছু ছেলে সমবেত হয়। তখন ওই এলাকার চেরাগ মিয়া, এরাগ মিয়া এবং লালা মিয়ার সন্তানদের সঙ্গে ইসকার মিয়া ও মিসকার মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উভয়পক্ষের বিরোধ মিটমাট করেন।

বৃহস্পতিবার রাতের ওই ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষদেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। স্থানীয়দের মধ্যস্থতায় সংঘর্ষ থামার পর রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে আহতরা হলেন– হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু, আশরাফ মিয়া, মিছকার, সুন্দর মিয়া, সেলিম, আবু কালাম, আকবর, আমিন মিয়া, বাক্কর মিয়া, আয়াতুন বেগম, হোসেনা বেগম, লায়লুছ মিয়া, মাহিম, ফরিছ মিয়া, জুবেল মিয়া, শাকিল মিয়া, শানাই মিয়া, আয়াছ, আহাদ মিয়া, আব্দুস সালাম, মিজানুর রহমান, পাবলু মিয়া, ইদাই মিয়া, শামিম, এবাদুর রহমান, ইসকার মিয়া, আজাদ মিয়া, ইদুকার মিয়া, হাবিবুর রহমান, মতি মিয়া, আব্দুল হাকিম, সেকাদ আলী, মিলু আহমদ প্রমুখ। গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আশরাফ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, উভয় পক্ষ নামাজে যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।